আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৫৭ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। এ নিয়ে টানা তিন ম্যাচ হারলো মুস্তাফিজবিহীন দিল্লি।
শনিবার রাজস্থানের দেয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুটা ভালো হয়নি দিল্লির। তারা দলীয় কোনো রান যোগ করার আগেই উপরের সারির দুই ব্যাটারকে হারায়। নিজের প্রথম ওভারেই টানা দুই বলে পৃথ্বী শ ও মানিষ পান্ডেকে ফেরান ট্রেন্ট বোল্ট। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি।
সেই ওভারেই এর আগে অভিষেক পোরেলকেও (৭) ফিরিয়েছিলেন চাহাল। অবশ্য ধীর ব্যাটিং ও নিয়মিত উইকেট হারানোর ফলে দিল্লির হার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তারা নিধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে।
এর আগে ব্যাটিং নেমে ইয়াশাবি জায়সাওয়াল ও জস বাটলারের ব্যাটে দুর্দান্ত শুরু পায় রাজস্থান। ৫১ বলে ৯৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ঝড়ো ব্যাট করতে থাকা জায়সাওয়াল ফিফটি তোলেন ২৫ বলে। আর বাটলারের লাগে ৩২ বল। নবম ওভারে জায়সাওয়ালকে ফিরিয়ে ভয়ঙ্কর এই জুটি ভাঙেন মুকেশ কুমার। রাজস্থান ওপেনার ৩১ বলে ৬০ রান করে বিদায় নেন।
তিনে নামা সাঞ্জু স্যামসন আজ ব্যাট হাতে পাননি একটি রানও। রায়ান পরাগ নেমে করেন ৭ রান। এরপর একপ্রান্তে ঝড় তুলতে থাকা বাটলার ৫১ বলে ৭৯ রান করে উইকেট হারান। তার ইনিংসটি সাজানো ছিল ১ ছক্কা ও ১১ চারে।
শেষদিকে শিমরন হেটমায়ারের ২১ বলে অপরাজিত ৩৯ ও দ্রুব জুরেলের ৩ বলে ৮ রানে ভর করে ১৯৯ রান সংগ্রহ করে রাজস্থান।