আবারও রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ

0

রাজধানীর আদাবর থানায় হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার ছোট ভাই জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মুকুল ও ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলুকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

সোমবার সকালে শুনানি শেষে এমন আদেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে আজ সোমবার সকালে মেহেরপুর আদালতে হাজির করা হয় তাদের

গেল ১৪ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর আদাবর থানাধীন এলাকায় রুবেল নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার আসামি ছিলেন সাবেক এই মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here