আবারও রাঙামাটি বারের সভাপতি রফিকুল, সম্পাদক রাজিব চাকমা

0

রাঙামাটি আইনজীবী সমিতি নির্বাচনে আবারও সভাপতি পদে জয়ী হয়েছেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন এডভোকেট রাজিব চাকমা। 

সোমবার সকাল ১০টায় রাঙামাটি আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন  বারের প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত এডভোকেট মিহির বরণ চাকমা। 

এছাড়া রাঙামাটি আইনজীবী সমিতির নির্বাচনে অন্যান্যদের মধ্যে কোষাধক্ষ্য পদে দর্শন চাকমা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে এডভোকেট মামুন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মাকসুদা হক ও সুস্মিতা চাকমা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট মিলন চাকমা। পাঠাগার সম্পাদক হিসেবে শ্রীজ্ঞানী চাকমা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট রফিকুল ইসলাম ও প্রতিম রায়। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজিব চাকমা ও আব্দুল গফফার মুন্না। এছাড়া কোষাধক্ষ্য পদে এডভোকেট দর্শন চাকমা ও শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মামুন ভূঁইয়া ও রাশেদ ইকবাল।

রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান কর্মকর্তা মিহির বরণ চাকমা বলেন, সুশৃংখল ভাবে ভোটাররা তাদের ভোটের অধিকার প্রয়োাগ করছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here