মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে পুরস্কার জিতেছে বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’। সিনেমাটি এই উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) পর্দা নামে ৮ দিনব্যাপী ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এদিন মস্কোর স্থানীয় সময় সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন বসে। একে একে ঘোষণা করা হয় সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পীদের নাম।
এছাড়া সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় মেক্সিকো ও কাতারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘শেম’। ‘কোল্ড সায়’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার অর্জন করেন ইরানি নির্মাতা নাহিদ আজিজি। ‘শেম’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন জ্যাঁ র্যামন লোপেজ এবং জার্মানি সিনেমা স্লামাশেলের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মারাইকে বিকির।
১৯ এপ্রিল শুরু হয় মস্কো উৎসব। আজ ২৬ এপ্রিল ছিল সমাপনী আয়োজন। এই আয়োজনে শুরু থেকে অংশ নেন সিনেমার পরিচালক আসিফ ইসলাম।
আসিফ ইসলাম জানান, পুরস্কার ঘোষণার খবর তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। পুরস্কার হাতে নিয়ে এখনো তিনি কাঁপছেন।
এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একই পুরস্কারসহ মোট দু’টি পুরস্কার জিতে নিয়েছিল যুবরাজ শামীমের ‘আদিম’।