সবশেষ ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ওই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সেই দুবাইয়ের আরেক স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।
আগামী রবিবার (২১ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমিতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে দুই দলের মধ্যে আবারও বাড়তি উত্তেজনা, টানটান লড়াইয়ের অপেক্ষা করছে দর্শকরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে এক সেমিফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। একই শহরের আরেক মাঠ আইসিসি একাডেমিতে আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেসেখেলে জিতেছে ভারত।
বাংলাদেশ সময় সকাল ১১টায় দ্য সেভেন্স স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনাল। সবকিছু ঠিকঠাক থাকলে একই সময়ে আইসিসি একাডেমি মাঠে শুরু হতো ভারত-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সেমিফাইনালও। কিন্তু দুবাইয়ে সাত সকালে বৃষ্টির কারণে কোনোটাই সময়মতো শুরু হয়নি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হয়েছে ২৭ ওভারে। অন্যদিকে ভারত-শ্রীলঙ্কা সেমিফাইনালটা হয়েছে টি-টোয়েন্টি সংস্করণে।ম্যাচে ৮ উইকেটের বিশাল জয়ে পেয়েছে ভারত।
উল্লেখ্য, ভারত এর আগে আটবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে। পাকিস্তান জিতেছে একবার। সেটাও ভারতের বিপক্ষে। ২০১২ সালে ভারত-পাকিস্তান ফাইনাল টাই হলে যৌথভাবে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

