আবারও প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

0

প্যারিস জলবায়ু চুক্তি থেকে আবারও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) শপথ নেয়ার পর প্রথম নির্বাহী আদেশে সই করার মাধ্যমে তিনি এই পদক্ষেপ নেন।

প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহারের মধ্য দিয়ে ইরান, লিবিয়া ও ইয়েনসহ সেই সব দেশের কাতারে নিয়ে গেছে যারা ২০১৫ সালে ওই চুক্তির বিরোধীতা করেছে। প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপপাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার অঙ্গীকার করা হয়।

বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে ট্রাম্পের ব্যাপক সংশয় রয়েছে। তিনি একে প্রতারণা বলে মন্তব্য করেছেন। মূলত তিনি যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস উত্তোলণে প্যারিস জলবায়ু চুক্তিকে কোনো বাধা হিসেবে দেখতে চান না। এজন্য এ থেকে বেরিয়ে আসতে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় উদ্বোধনী প্যারেডে অংশ নেয়ার সময় কিছু নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এরপর তিনি ওভাল অফিসে গিয়ে আরও কয়েকটি আদেশে সই করেন। তার এই নির্বাহী আদেশগুলো ঘোষণার পর উপস্থিত জনতা করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করে। এমনকি, নির্বাহী আদেশে সই করতে ব্যবহৃত কলমগুলো জনতার উদ্দেশে ছুড়ে দিয়ে তাদের উদ্দীপনা আরও বাড়ান ট্রাম্প।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here