আবারও ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’

0
আবারও ঢাকায় আসছে পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’

বছর না পেরোতেই আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে তাদের কনসার্ট ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’।

এই আয়োজনে কাভিশের পাশাপাশি বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’ মঞ্চ মাতাবে নিজেদের জনপ্রিয় গান নিয়ে।

কনসার্টটির আয়োজন করছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ইনফতার দানিয়াল বলেন, ‘আমরা দর্শকদের জন্য এক অবিস্মরণীয় সন্ধ্যা উপহার দিতে চাই। কাভিশের সঙ্গে দেশীয় ব্যান্ডগুলোর পারফর্মেন্স হবে দারুণ এক অভিজ্ঞতা।’

সাড়ে ৪ থেকে ৫ হাজার দর্শকের জন্য আয়োজন করা হচ্ছে এই কনসার্ট। বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি, আর গেইট খুলে দেওয়া হবে দুপুর ৩টা থেকে।

টিকিট পাওয়া যাচ্ছে ‘টিকটিকি’ অনলাইন প্ল্যাটফর্মে।  সাধারণ টিকিটের দাম ২,৪৯৯ টাকা, ভিআইপি টিকিট ৪,৯৯৯ টাকা।

এ আগে চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে প্রথমবারের মতো ঢাকায় আসে কাভিশ।

উল্লেখ্য, ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদ ব্যান্ডটি গঠন করেন। তাদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘মোরে সাইয়া’, ‘তেরে পেয়ার মে’, ‘ফাসলে’ ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here