ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বারবার পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত জাসপার ভাহরকে আবারও তলব করেছে ইরান।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি জানান, ‘বারবার পবিত্র কুরআনের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সকালে ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়।’
গত সপ্তাহে একটি চরমপন্থী গোষ্ঠী কোপেনহেগেনে পাঁচটি মুসলিম দেশের দূতাবাসের সামনে পবিত্র কুরআনকে আবারও অবমাননা করে। এই ধরনরে জঘন্য কর্মকাণ্ড ঠেকানোর জন্য সুইডিশ সরকার কার্যকর ভূমিকা নেবে বলে ইরান আশা করে।