আবারও ডন হয়ে আসছেন শাহরুখ খান

0

আসছে ডন ৩ সিনেমা। চিত্রনাট্যের কাজও প্রায় শেষ করে ফেলেছে ফারহান আখতার। এক যুগ পর আবারও ‘ডন’ রূপে ফিরছেন শাহরুখ খান।

ডনের তৃতীয় সিকুয়েলের বিষয়ে সম্প্রতি এসব তথ্য দিয়েছেন প্রযোজক রীতেশ সিধওয়ানি।

ফারহান ও রীতেশের প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ থেকেই নির্মিত হবে ‘ডন-৩’। তারা ১৯৭৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের সিনেমা ‘ডন’ এর স্বত্বও কিনে নিয়েছে।

সেই ডন এ অমিতাভ ছাড়াও অভিনয় করেছিলেন জিনাত আমান, প্রাণ, ইফতেখার, ওম শিবপুরি ও সত্যেন কাপ্পু। সিনেমার চিত্রনাট্য লেখেন সেলিম খান ও ফারহানের বাবা জাভেদ আখতার।

এরপর ফারহান আখতারের পরিচালায় ড্ন হয়ে আসেন শাহরুখ খান। ২০০৬ সালে সিনেমার প্রথম পর্ব মুক্তি পায়। সুপারহিট হওয়ার পর তার সিকুয়েল মুক্তি পায় ২০১১ সালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here