আবারও চেলসির হোঁচট

0

সিজনের শুরুটা ভালোই করেছিল চেলসি। তবে, গত ডিসেম্বরের শেষ দিকে এসে পথ হারিয়ে ফেলে দলটি। সেই ব্যর্থতা নতুন বছরের শুরুতেও ঝেড়ে ফেলতে পারল না দ্য ব্লুজরা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারাল দলটি।

শনিবার প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করেছে চেলসি।

ম্যাচের চতুর্দশ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। পরে ৮২তম মিনিটে মাতেতার লক্ষ্যভেদে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে প্যালেস।

এই নিয়ে লিগে টানা চার ম্যাচ জয়হীন রইল চেলসি। এভারটনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পরফুলহ্যাম ও ইপ্সউইচ টাউনের বিপক্ষে হেরেছিল তারা।

২০ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তারা। ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে প্যালেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here