আবারও বলি পাড়ায় চাউর হয়েছে ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের বিয়ে বিচ্ছেদের গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন কয়েক দিন ধরে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিষেককে নিয়ে কোনো ছবিও দিচ্ছেন না তিনি। পোস্ট করছেন কেবল নিজের বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি।
আরাধ্যর জন্মদিনেও অমিতাভ-জয়ার কাছ থেকে মেলেনি ভার্চুয়াল শুভেচ্ছা। এসব থেকেই সন্দেহের সূত্রপাত। উসকে দিচ্ছে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার ‘সংসার ভাঙার’ গুঞ্জন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, পুত্রবধূ ঐশ্বরিয়া সঙ্গে দূরত্ব বেড়েছে বচ্চনদের। চলতি মাসের প্রথম দিন নিজের ৫০তম জন্মবার্ষিকী উদযাপনের যে ছবি পোস্ট করেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী, সেখানে তার পাশে স্বামী অভিষেক বা শ্বশুরবাড়ির কাউকে দেখা যায়নি।
তবে এখন পর্যন্ত সবকিছু গুঞ্জনের পর্যায়েই আছেন। এ নিয়ে অভিষেক কিংবা ঐশ্বরিয়া কেউই মুখ খোলেননি।