পাঠান সিনেমায় একসাথে শাহরুখ খান ও সালমন খানকে দেখে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন ভক্তরা। বিষয়টি ভারতীয় চলচ্চিত্রে বেশ সাড়াও ফেলে।
পাঠানে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সালমন। পর্দায় তার উপস্থিতি ছিল ১৫ মিনিটের মতো। তবে এতেও হয়তো দর্শকদের মন ভরেনি।
এবার জানা গেল আবার একসাথে পর্দায় হাজির হতে চলেছেন শাহরুখ-সালমান।
এই ভাবনা থেকেই ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমা ‘টাইগার থ্রি’র গল্প সাজাতে চান নির্মাতারা। ‘পাঠান’-এ যেমন দেখা গেছে সালমান খানকে, তেমনই ‘টাইগার-৩’ সিনেমায় বিশেষ চরিত্রে থাকছেন শাহরুখ খান।
শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাসে সাত দিনের জন্য মুম্বাইয়েই ছবির শুটিংও করবেন বলিউড ‘বাদশা’।
জানা যায়, ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় আরও বড় মাপের এক মিশনে অংশ নেবেন সালমান। ছবিতে শাহরুখ বিশেষ চরিত্রে অভিনয় করলেও এমন ভাবে কাহিনী লেখা হবে, যাতে তার চরিত্রের গুরুত্ব বুঝতে পারে দর্শকরা। শুধু অনুরাগীদের চাহিদাই নয়, গল্পের খাতিরেও এক সঙ্গে পর্দায় আসছেন দুই তারকা। আপাতত এই বিষয় মাথায় রেখেই চিত্রনাট্য সাজাচ্ছেন নির্মাতারা। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ‘টাইগার-৩’।