আবারও ইসরায়েলি তেলের ট্যাঙ্কারে হুথির হামলা

0

এবার হুথি যোদ্ধারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের নৌ বাহিনী ইসারায়েলগামী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। তিনি জানিয়েছেন, গাজায় চালানো ইসরায়েলি সহিংসতার প্রতিবাদে এই হামলা চালানো হয়। 

নরওয়ের পতাকাবাহী ওই জাহাজটি তেল নিয়ে ইসরাইলের দিকে যাচ্ছিল। গত দুই দিন ধরে ইসরাইলি জাহাজের প্রতি আরো নজর রাখছে হুথিরা। তারা ঘোষণা করেছিল, ইসরায়েল অভিমুখী সব জাহাজই তাদের হামলার লক্ষ্যবস্তু হবে। সেই জাহাজ ইসরায়েলি মালিকানাধীন হোক বা না হোক। 

হুথি আবারও মনে করিয়ে দেয়, আগের আদেশ মেনেই কোনো রকম দ্বিধা ছাড়াই ইসরায়েল অভিমুখী যেকোনো জাহাজেই হামলা চালানো হবে। জাহাজ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল ব্যবহার করে বাবেল মান্দেবে এই হামলা চালানো হয়। তাদের দাবি, আক্রান্ত জাহাজটির সব নাবিকরা ভালো আছেন। 

এর আগে রবিবার হুথি ঘোষণা করে, গাজায় যতক্ষণ পর্যন্ত খাদ্য, ওষুধ ও জ্বালানি পৌঁছানোর ব্যবস্থা না করা হবে। ততক্ষণ ইসরায়েল অভিমুখী সব জাহাজকে লক্ষ্য করেই তারা আরব ও লোহিত সাগরে হামলা চালিয়ে যাবে। হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি, আবারও ইসরায়েলের সাথে কাজ করা জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করেছেন। জানিয়েছেন, তাদের এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here