আবারও আলোচনায় পাকিস্তান ক্রিকেট; এবার পরিচালকের ভূমিকায় আর্থার

0

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন মিকি আর্থারকে। আর্থার একই সাথে ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের চাকরিও করবেন। দুই চাকরি করার কারণে মিকি আর্থারকে কিছু সিরিজে পাবে না পাকিস্তান।  

পুরো সময়ের জন্য আর্থারকে পাওয়া যাবে না জেনেও তাকে নিয়োগ দেওয়ায় পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।  

নতুন দায়িত্ব পাওয়ার পরে মিকি আর্থার বলেছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে পুনরায় যোগ দিতে মুখিয়ে আছি। এখানকার ক্রিকেটাররা অত্যন্ত প্রতিভাবান। তাদের সঙ্গে কাজ করার তর সইছে না। আমি দায়িত্ব ছাড়ার পরেও তাদের খোঁজখবর রাখতাম। তারা কেমন পারফরম্যান্স করছে বা করছে না সেইসব বিষয়ে নজর রেখেছি। তারা এতটাই প্রতিভাবান ক্রিকেটার যে ক্রিকেটের যে কোনো ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার ক্ষমতা রাখে। তাদের জন্য আমার কাজটা হবে সঠিক কৌশলটা সাজিয়ে দেওয়া এবং এমন একটি পরিবেশ তৈরি করা যাতে সবার অংশগ্রহণের সুযোগ থাকে। প্রত্যেকের পারফরম্যান্সে যাতে উন্নতি হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here