১৪ ওভারে চার উইকেট খোয়ানোর পর ফের ঘুরে দাঁড়িয়েছে ভারত। ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া রীতিমতো তাল সামলে নিয়েছেন। তাদের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়িয়ে ভারত এবার ভালো গতিতেই ছুটতে শুরু করেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১২ বলে ১০১ রানের দারুণ পার্টনারশিপ গড়েছেন কিষান ও হার্দিক। তারাই মূলত খাদে পড়তে বসা ভারতে টেনে তুলে দুইশ’ রানের দিকে নিয়ে যাচ্ছেন।
ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে পাকিস্তানের বোলার হারিস রউফের শিকার হয়েছিলেন শুভমন গিল। সবমিলিয়ে ১৪ ওভার পেরোতেই ৪ উইকেট খুইয়ে বসেছে ভারত।
শুরুর দিকেই শাহিন আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফেরেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২২ বলে ১১ রান তুলতে পেরেছিলেন তিনি। এরপর তিনে নামা বিরাট কোহলিকেও ফেরান আফ্রিদি। ৭ বলে চার রান করেন কোহলি।
চারে ব্যাট করতে নামা শ্রেয়াস আইয়ার হয়েছেন হারিস রউফের প্রথম শিকার। হাত খুলে মারতে শুরু করা আইয়ারও ইনিংস লম্বা করতে পারেননি। ৯ বলে ১৪ রান করে ধরেছেন সাজঘরের পথ। তবে হাল ধরে ছিলেন রোহিতের সাথে ওপেন করতে নামা গিল। তবে ৩২ বলে ১০ রান করা গিলকেও ফিরতে হয়েছে হারিস রউফের শিকার হয়ে।