প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অবরুদ্ধ করে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনীর একাংশ। বিষয়টি ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস।
জোটটি গত সপ্তাহে হুমকি দেয় রবিবারের (৬ আগস্ট) মধ্যে বাজুমকে ক্ষমতায় পুনর্স্থাপন করতে হবে- তা নাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।
ইকোয়াসের বেঁধে দেওয়া সময় রবিবার শেষ হয়েছে। যেকোনো ধরনের সামরিক অভিযান ঠেকাতে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে নাইজারের জান্তা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এদিকে ইকোয়াসের সামরিক অভিযানে মোয়াকাবিলায় রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের কাছে সহায়তা চেয়েছে নাইজারের জান্তা।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নাইজারে অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল সলিফু মুডি প্রতিবেশী দেশ মালিতে একটি সফরে যান। সেখানে তিনি ওয়াগনারের একজনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছিলেন। সূত্র: আল জাজিরা