লম্বা সময় ধরে টাইগারদের হয়ে দারুণ ছন্দেই ছিলেন আফিফ হোসেন ধ্রুব। তবে হুট করে তার ব্যাটে দেখা দেয় রানখড়া, সঙ্গে যুক্ত হয় নিজের পছন্দমতো ব্যাটিং পজিশন না পাওয়ার অসন্তোষও। সব কিছু মিলিয়ে ফর্মে না থাকায় ছিটকে পড়ে জাতীয় দলের স্কোয়াড থেকে। ফলে বাংলাদেশ দল যখন আইরিশদের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে সে সময় দেশের ঘরোয়া লিগে আবাহনীর হয়ে খেলছেন আফিফ।
আবাহনীর কোচিং দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন। ফলে খুব কাছ থেকেই আফিফকে দেখছেন তিনি। আর তাই তো তিনি গতকাল বলেই ফেললেন, আফিফের মতো খেলোয়াড় সহজে পাওয়া সম্ভব না।