আফিফ হোসেন ধ্রুব অটোচয়েজ থেকে সরাসরি চলে গেছেন বাদের খাতায়। ধারাবাহিকতার অভাব, তাই তাকে দলে রাখতে আগ্রহী নয় হাথুরুসিংহে। পরে অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেঞ্চুরিও করেছেন। তার জাতীয় দলে ফেরার বিষয়ে আজ শনিবার কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেছেন, ‘অবশ্যই আমি সবসময় আফিফকে দেখি বাংলাদেশ দলে। আফিফের ছোট খাটো যে ভুল ত্রুটি আছে সে চেষ্টা করছে সেগুলো কাটিয়ে ওঠার। এখনো সে তরুণ। তার যথেষ্ট সামর্থ্য আছে। ওর মতো খেলোয়াড় আমাদের জন্য সহজে পাওয়া সম্ভব না। যে কি না একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’
আফিফের রান ক্ষুধা নিয়ে সুজন বলেছেন, ‘যখন আপনি দলে থাকবেন তখন বুঝবেন না। আমি বিশ্বাস করি আফিফ দলে ফেরার জন্য মুখিয়ে আছে। আফিফ অবশ্যই দলে ফিরবে। আর ও চিন্তা করার একটা গ্যাপ, সময়ও পেয়েছে। আমি মনে করি প্রিমিয়ার লিগ কোনো অংশেই হালকা ক্রিকেট না, এটা অনেক কঠিন ক্রিকেট।’