বাংলাদেশের কোনো ব্যাটারই ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করতে পারেননি। হাফ সেঞ্চুরিই ছিল শুধু নাসির হোসেন ও ফরহাদ রেজার।তাওহিদ হৃদয়কে তাই হাতছানি দিয়ে ডাকছিল বেশ কিছু রেকর্ড। তাওহিদ এখানে হতে পারতেন দেশে প্রথম।
এর চেয়েও বড় সুযোগ ছিল তার সামনে। পাঁচ নম্বরে খেলতে নেমে পুরো বিশ্বেই কেউ সেঞ্চুরি করতে পারেননি অভিষেকে, তাওহিদ হতেন প্রথম। কেবল ৮ রানের জন্য পারেননি সেটিও। গ্রাহাম হিউমের বলে বোল্ড হন তিনি ৮৫ বলে ৯২ রান করে।
‘আসলেই কোনো আক্ষেপ নেই। অভিষেকে এত রান—সেটিও চিন্তা করি। ভবিষ্যতে যাদের অভিষেক হবে তাদের জন্য শুভকামনা, তারা যেন আরও ভালো করে।’
কখন হৃদয়ের বদলে যাওয়ার শুরু? তিনি বলছিলেন, ‘শেষের আগের বিপিএল খারাপ খেলার পর থেকেই। তখন থেকেই চিন্তা করেছিলাম, বদলানো দরকার। অনুশীলন থেকে শুরু করে মানসিক চিন্তা-ভাবনা, সবখানেই চেষ্টা করেছি—যতটুকু বদলানো যায়।’