টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেলো আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলটির পেসার নাভিন-উল-হক।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসের শেষ দিকে নাভিনের অস্ত্রোপচার হবে। তার চোটের ধরণ এখনও জানা যায়নি।
২৬ বছর বয়সী এই ক্রিকেটার সবশেষ আফগানিস্তানের হয়ে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৮ টি-টোয়েন্টিতে তার উইকেট ৬৭টি। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এসএ টোয়েন্টিতে ও জুনে মেজর লিগ ক্রিকেটে খেলেছেন নাভিন। সেপ্টেম্বরের এশিয়া কাপে তিনি খেলতে পারেননি কাঁধের চোটে। সেই চোট কাটিয়ে ফিরে ডিসেম্বরে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে দুটি ম্যাচ খেলেন তিনি। তারপর থেকে আর কোনো ম্যাচ খেলেননি।
ক্যারিবিয়ান সিরিজ ও বিশ্বকাপের জন্য নাভিনের বদলি হিসেবে কে সুযোগ পান, সেটিই এখন দেখার। বিশ্বকাপের জন্য রিজার্ভ তালিকায় আছেন স্পিনার এমএম গাজানফার এবং পেসার ইজাজ আহমাদজাই ও জিয়া উর রাহমান শারিফি।
শারজাহতে আগামী সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আফগানিস্তান। দলের সঙ্গে যোগ দিতে চলমান এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউন দল ছেড়ে গেছেন আফগান অধিনায়ক রাশিদ খান। বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ ৮ ফেব্রুয়ারি, চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে। রাশিদের নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছিল আফগানরা।

