বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের তৃতীয় দিন (শুক্রবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। গতকাল যেখানে শেষ করেছিলেন আজ সকালে ঠিক যেন সেখান থেকেই শুরু করেন জাকির হাসান-নাজমুল হোসেন শান্ত। ভুল বুঝা-বুঝিতে জাকির রান আউটে কাটা পড়লেও শান্ত ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই টপ অর্ডার ব্যাটারের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে ৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন শান্ত। হাশমতুল্লাহকে স্কয়ার লেগে ঠেলে দিয়ে দৌড় দেন, নন স্ট্রাইক প্রান্তে পৌঁছেই শুরু বুনো উদযাপন। ব্যাটে চুমু একে ছেড়ে দিলেন শূন্যে। ১১৫ বলে ১৩ চারে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন শান্ত।