টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে দুই দলের জন্যই শেষ সিরিজ। কিন্তু দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে পাবে না ভারত। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে আসছে সিরিজে খেলতে পারবেন না সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া।
আগামী বৃহস্পতিবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। পরের দুই ম্যাচ ১৪ ও ১৭ জানুয়ারি। সিরিজটির জন্য এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছে আফগানিস্তান।
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে পাওয়া চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি পান্ডিয়া। লিগ পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে লিগামেন্টে ব্যথা পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আসন্ন আইপিএল দিয়ে সূর্যকুমার ও পান্ডিয়া মাঠে ফিরবেন বলে আশা করছে ভারত।
আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে আফগানিস্তান সিরিজটিই এই সংস্করণে তাদের শেষ সিরিজ। বিশ্বকাপের আগে অবশ্য আইপিএল খেলার সুযোগ পাবেন ভারতীয়রা।