লাহোরে ‘ডু অর ডাই’ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরের আশা টিকিয়ে রাখতে গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব, তাসকিন, মুশফিকদের জয়ের বিকল্প নেই। জয় ছাড়া অন্য কিছু ভাবার সময় নেই টাইগারদের। হারলেই শেষ এশিয়া কাপ। পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে নামায় বাংলাদেশ স্বাভাবিকভাবেই থাকবে চাপে। সেটি যেন আরও বাড়িয়ে দিতে চাইছেন আফগানিস্তানের কোচ-অধিনায়ক। সম্প্রতি দলটি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। ওই আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশকেও চাপেই দেখছে তারা। সবমিলিয়ে শুক্রবার নিজেদের ফেভারিট দাবি করেছিলেন আফগান কোচ জনাথন ট্রট।
‘আমি বেশ আশাবাদী। কারণ আমরা আগের থেকে শক্তিশালী ইউনিট। আমরা এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। দেখুন, আমাদের দলে অনেক তরুণ আছে, যারা কি না প্রতিভাবান। আমি বিশ্বাস করি আমরা আগে যা করেছি তার চেয়ে ভালো পারফরম্যান্স আমরা করবো।’
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারই খুব আহামরি কিছু করতে পারেননি। অনেকটা একাই লড়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিপক্ষে আলাদা করে কোনো ক্রিকেটারকে কি নজরে রাখছে আফগানরা? শহিদী বলছেন, খেলাটা হবে দলের বিপক্ষে।
তিনি বলেন, ‘দেখুন, ক্রিকেটে আপনি এগারোজনের বিপক্ষে এগারোজন খেলেন। কোনো ব্যক্তির বিপক্ষে নয়। প্রতিটি দলই বিপক্ষ দল নিয়ে পরিকল্পনা করে। আমরাও একই কৌশল নিয়ে এগোচ্ছি। আমরা সিরিজ খেলেছি, একে-অপরকে ভালো চিনি। আমরা আলাদা করে ক্রিকেটারদের ভিডিও দেখছি।’