আফগানিস্তানের দক্ষিণে কান্দাহার ও হেরাত প্রদেশের মাঝামাঝি এক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২১ জন। রবিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩৮ জন। খবর এপির।
হেলমান্দ প্রদেশের এক ট্র্যাফিক কর্মকর্তা কাদরাতুল্লাহ বলেছেন, দক্ষিণ কান্দাহার এবং পশ্চিম হেরাত প্রদেশের মধ্যবর্তী প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সকালে একটি মোটরবাইক একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাঙ্কারকে ধাক্কা দেয়।
হেলমান্দের পুলিশ প্রধানের মুখপাত্র হিজাতুল্লাহ হাক্কানি বলেন, আহত ৩৮ ব্যক্তির মধ্যে ১১ জন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সড়কের ভঙ্গুর অবস্থা ও চালকদের খামখেয়ালিপনার কারণে আফগানিস্তানের সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে বিবেচিত।