উত্তর আফগানিস্তানে যাত্রীবাহী একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা না গেলেও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, প্লেনটি উত্তর বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে।
যদিও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্লেনটি ভারতের বলে দাবি করা হয়, তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি তাদের নয়।
অবশ্য কিছু কিছু গণমাধ্যম জানিয়েছে, এটি মরক্কোর প্লেন। সূত্র: এনডিটিভি, আনাদোলু এজেন্সি, ইন্ডিয়া টিভি নিউজ, লাইভমিন্ট, হিন্দুস্তান টাইমস