আফগানিস্তানে বিধ্বস্ত হওয়া রাশিয়ার প্লেনের চার যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্লেনটি রাশিয়ার রাজধানী মস্কো যাচ্ছিল।
তালেবানের প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তা বলেছেন, উদ্ধার চারজন বর্তমানে তালেবান প্রশাসনের হেফাজতে রয়েছেন।
এদিকে তালেবান সরকারের শীর্ষ মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, জীবিত ব্যক্তিদের মধ্যে প্লেনের পাইলট রয়েছেন।
গতকাল শনিবার রাতে রাশিয়ার চার্টার্ড প্লেনটি আফগানিস্তানে নিখোঁজ হয় বলে জানিয়েছিল রাশিয়া। উড়োজাহাজটিতে ছয়জন যাত্রী ছিলেন।
রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, উড়োজাহাজটি চার্টার্ড অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি থাইল্যান্ডের পাতায়া থেকে ভারত ও উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল।