আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের

0
আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনা চলার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে পাকিস্তান—এমন অভিযোগ তুলেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের সামরিক বাহিনীর এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আফগান সামরিক সূত্র জানায়, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে গোলাবর্ষণ করে পাকিস্তানি বাহিনী।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনো পাল্টা আঘাত করিনি।” তবে পাকিস্তানের সেনাবাহিনী এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত মাসের শুরুতে কাবুলে একাধিক বিস্ফোরণের পর সীমান্তে দুই দেশের সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক। প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে।

তালেবান ২০২১ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি হামলার ঘটনাও বেড়েছে।

এই সংঘাতের অবসানে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল ইসলামাবাদ ও কাবুল। তবে গত সপ্তাহে তুরস্কে সেই চুক্তির চূড়ান্ত আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে “অবিশ্বাসী আচরণের” অভিযোগ তোলে।

বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার আরেক দফা শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত কোনো পক্ষই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করেনি। তবে আলোচনাটি ব্যর্থ হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে দুই দেশই পাল্টাপাল্টি হুমকি দিয়েছে।

সোর্স: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here