আফগানিস্তানে নিরাপত্তা ঝুঁকি এড়াতে রশিদ খানের বিশেষ গাড়ি

0
আফগানিস্তানে নিরাপত্তা ঝুঁকি এড়াতে রশিদ খানের বিশেষ গাড়ি

আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান। নিজ দেশ ছাড়াও দাপিয়ে বেড়ান বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে। তবে তারকা এই ক্রিকেটার জানালেন, নিরাপত্তার জন্য নিজ দেশে সবসময় বুলেটপ্রফ গাড়িতে চলাচল করতে হয় তাকে।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে এক সাক্ষাৎকারে রশিদ কথা বলেছেন নানান বিষয়ে। সাক্ষাৎকারের এক পর্যায়ে পিটারসেন জানতে চান, আফগানিস্তানে তার দৈনন্দিন জীবন নিয়ে। জবাবে রশিদ বলেন, ‘কোনোভাবেই স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না। আমি সাধারণ গাড়িতে উঠতেও পারি না, বুলেটপ্রুফ গাড়িতেই চলাচল করতে হয়।’

রশিদের এই বক্তব্যে বিস্মিত হন পিটারসেন। তিনি জানতে চান, কেন এত কঠোর নিরাপত্তা দরকার। তখন রশিদ বলেন, ‘এটা আমার নিরাপত্তার জন্য। কেউ সরাসরি আমাকে গুলি করবে- এমন নয়। কিন্তু ভুল সময়ে ভুল জায়গায় পড়ে গেলে বিপদ হতে পারে। গাড়ি লক করা থাকে, তবুও কখনো কখনো মানুষ দরজা খোলার চেষ্টা করে।‘

রশিদ জানান, বুলেটপ্রুফ গাড়ি তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। আফগানিস্তানে অনেক মানুষই এমন গাড়ি ব্যবহার করে বলেও জানান তিনি।

আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন রশিদ। টুর্নামেন্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকার এসএ-টি টোয়েন্টিতে দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই লেগ স্পিনার। ২৬ ডিসেম্বর ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে তাঁর দল এম আই কেপটাউন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here