পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, কাবুলের সঙ্গে কোনো ‘সশস্ত্র সংঘাত’ চায় না ইসলামাবাদ। আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে তিনি এই মন্তব্য করলেন।
ভয়েস অব আমেরিকাকে আসিফ বলেন, বলপ্রয়োগই শেষ অবলম্বন। আমরা আফগানিস্তানের সঙ্গে সশস্ত্র সংঘাত চাই না।
টিটিপি হামলা অব্যাহত রাখলে ইসলামাবাদ পাল্টা জবাব দিতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
কাবুল স্থলবেষ্টিত হওয়ার কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা এবং কাবুলকে একটি অর্থনৈতিক করিডোর দেওয়ার সম্ভাবনা সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করে আসিফ প্রশ্ন তোলেন, প্রতিবেশী দেশ যদি ইসলামাবাদকে ‘শত্রুর মতো’ আচরণ করে তবে কেন ইসলামাবাদ এ জাতীয় সম্ভাবনা গ্রহণ করবে।
বলপ্রয়োগই শেষ অবলম্বন। আমরা আফগানিস্তানের সঙ্গে সশস্ত্র সংঘাত চাই না,”