মার্কিন পররাষ্ট্র দফতর সোমবার কাবুলের তালেবান শাসকদের আফগান মাটি থেকে উদ্ভূত সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে আফগানিস্তান ও পাকিস্তান উভয়কেই নিরাপত্তা অভিযানের সময় বেসামরিক জীবন রক্ষায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেলকে এক সংবাদ ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা রিপোর্ট দেখেছি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় হামলার জবাবে শনিবার ইসলামাবাদ পাকিস্তানের একটি সামরিক পোস্টে বিমান হামলা চালিয়েছে।
মার্কিন কর্মকর্তা অবশ্য আফগানিস্তানের তালেবান শাসকদের একটি স্পষ্ট বার্তাও দিয়েছেন। আফগানিস্তানের মাটি থেকে যাতে সন্ত্রাসী হামলা না চালানো হয় তা নিশ্চিত করতে আমরা তালেবানের প্রতি আহ্বান জানাচ্ছি। এরপরই পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।