আফগানদের বিপক্ষে এ পর্যন্ত একটিই টেস্ট ম্যাচই খেলেছে টাইগাররা। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সেই টেস্টে ২০১৯ সালে ২২৪ রানে হারে বাংলাদেশ। এক লজ্জার রেকর্ডের মুখোমুখি হয় টাইগার ক্রিকেট।
এবার তাই আফগানদের বিপক্ষের এক মাত্র টেস্টটি নিয়ে বেশ সাবধানী টাইগার ম্যানেজমেন্ট। যদিও ওই ম্যাচে খেলছেন না নিয়মতি টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
বাশার বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা নিয়ে যথেষ্ট পরিষ্কার। কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। অবশ্যই কোনো খেলার আগে আমরা সেটি খোলাসা করব না।’
তার ভাষায়, ‘মিরপুরের উইকেট কেমন হতে পারে, না পারে সেটা সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।’
সাকিবের শূন্যতা নিয়ে বাশার বলেছেন,‘যদি আমাদের দলটা দেখেন, দুই বিভাগেই (পেস ও স্পিন) ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে। তবে সাকিব ছাড়া তাইজুল, মিরাজ আছে, তারাও যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক সমৃদ্ধ। আমাদের যে রকম দরকার, দল অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।’