আফগানদের বিপক্ষে ইমনের ফাইফার

0
আফগানদের বিপক্ষে ইমনের ফাইফার

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন। ইনিংসের শেষ বলে উইকেট তুলে নিয়ে পাঁচ উইকেটের কীর্তি গড়েন তিনি। আফগানরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলতে সক্ষম হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের শুরুটা ছিল দারুণ; ওপেনার খালিদ আহমাদজাই ও ওসমান সাদাত জুটি গড়েন ৫৫ রানের। ৩৩ বলে ৬ চারে ৩৪ রান করা আহমাদজাইকে ফিরিয়ে দেন ইমন। পরের ওভারে সাদাতকে (১৫) ফেরান সবুজ।

এরপর তৃতীয় উইকেটে উজাইরউল্লাহ নিয়াজাই ও ফয়সাল শিনোজাদার জুটিতে আসে ৭৯ রান। ৪৬ বলে ৩৩ রান করা শিনোজাদাকে আউট করেন আজিজুল হাকিম। এরপর আফগান ইনিংসের মূল ভরসা হয়ে ওঠেন উজাইর।

অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একাই লড়েছেন উজাইর। অধিনায়ক মাহবুব খান (১২) ও বরকত ইবরাহিমজাই (১) ইমনের শিকার হন। আজিজুল্লাহ মিয়াখিল ১৪ রান করে কিছুটা সঙ্গ দিলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ।

অপরাজিত উজাইরউল্লাহ নিয়াজাই ১৩৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। তার ব্যাটেই ভর করে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানরা।

বাংলাদেশের হয়ে ইমন ১০ ওভারে ৫৭ রান দিয়ে নেন ৫ উইকেট। রিজান হোসেন শিকার করেন ২টি, আর সবুজ ও আজিজুল নেন ১টি করে উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here