আফগানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় জিম্বাবুয়ে

0
আফগানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় জিম্বাবুয়ে

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯ রানে হেরে স্বাগতিকরা সিরিজ শেষ করেছে ৩–০ ব্যবধানে।

রবিবার (২ নভেম্বর) হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে তারা মাত্র ৯৪ বলে যোগ করেন ১৫৯ রান। ঝড়ো ব্যাটিংয়ে গুরবাজ ৪৮ বলে ৯২ রান করে এনগারাভার বলে আউট হন। এরপর জাদরানও ফিরে যান ৯৬ রানের মাথায়।

শেষদিকে সেদিকুল্লাহ আতাল ও শাহিদুল্লাহর দ্রুত রান তোলায় নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান সংগ্রহ করে ৩ উইকেটে ২১০ রান। আতাল অপরাজিত থাকেন ১৫ বলে ৩৫ রানে, আর নবী অপরাজিত ১ রানে। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভানস নেন ২ উইকেট, এনগারাভা নেন ১টি।

২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ১৫ রানের মধ্যেই দুই ওপেনার বিদায় নেন। এরপর অধিনায়ক সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেট লড়াইয়ের আভাস দেন। রাজা ২৯ বলে ৫১ রান করে ফিরলেও বেনেট আউট হন ৪৭ রানে।

রায়ান বার্ল ১৫ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে জয়ের আশা জাগালেও তা স্থায়ী হয়নি। শেষদিকে তাসিঙ্গা মুসেকিয়া ১৭ বলে ২৮ রান করেও দলকে জিততে পারেননি। শেষ পর্যন্ত ২০১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

আফগানিস্তানের হয়ে আব্দুল্লাহ আহমেদজাই ৩ উইকেট নেন, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকী নেন ২টি করে উইকেট। মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী পান ১টি করে সাফল্য।

এই জয়ে ৩–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আফগানিস্তান, আর ঘরের মাঠে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here