ইয়াশাসবি জয়সওয়াল ও শিভাম দুবের নৈপুণ্যে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জয় করেছে ভারত।
ফারুকি-মুজিবদের রীতিমতো তুলো করেছেন তারা। দুইজনের তাণ্ডবে আফগানরা উড়ে গেছে।
প্রথম ম্যাচে অপরাজিত ফিফটিতে দলকে জেতানো দুবে এবারও ফেরেন জয় সঙ্গে নিয়ে। খেলেন ৪ ছক্কা ও ৫ চারে ৩২ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস। তার সঙ্গে ৪২ বলে ৯২ রানের জুটি গড়েন দলে ফেরা জয়সওয়াল। ৬টি ছক্কা ও ৫টি চারে ৩৪ বলে ৬৮ রান করেন তিনি।
টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজটিও জিতে নিয়েছে স্বাগতিকরা। বেঙ্গালুরুতে আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।