আপাতত ‘ঘুমিয়ে পড়েছে’ চন্দ্রযানের ল্যান্ডার ও রোভার

0

ব্যাটারির চার্জ শেষের দিকে তাই আপাতত চন্দ্রযানের রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রমকে ঘুমন্ত (স্লিপ) মুডে পাঠিয়ে দিয়েছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে, তারা পাশাপাশি ঘুমন্ত অবস্থায় থাকবে।

চার্জের জন্য প্রজ্ঞান ও বিক্রমেরর সূর্যালোক দরকার। ইসরো জানিয়েছে, সৌর শক্তি কমে যাওয়া ও ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় পাশাপাশি ঘুমিয়ে পড়বে চন্দ্রযানের এই দুই অংশ। 

বিক্রম নামের ল্যান্ডারটি রোভার প্রজ্ঞানকে নিয়ে ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। আর এর মাধ্যমেই চাঁদের ওই মেরুতে পা রাখা প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ে ভারত। 

হালনাগাদ তথ্যে সোমবার ইসরো জানায়, বিক্রম আবারো চাঁদে সফট ল্যান্ডিং করেছে। 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here