কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘দেশপ্রেমের চেয়ে বড় প্রেম দুনিয়াতে আর নাই। আপনাদের সাহসে গামছা প্রতিক ও কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছিলাম এবং আপনাদের সাহসে আমি গামছা হাতে নিয়েছিলাম’। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতালীগের বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম আরও বলেন, ‘বগুড়ার সব মানুষ ধানের শীষে ভোট দেয়, নৌকা মার্কা আগে আমাদেরই ছিলো, মওলানা ভাষানীর ছিলো, শামসুল হকের ছিলো, এখন এটা নিয়ে গেছে গোপালগঞ্জেরা। আমি মনে করি গামছা মার্কা আপনাদের মার্কা, সখীপুরের মার্কা। আমি আপনাদের কাছে প্রার্থনা করে গেলাম, অনুরোধ করে গেলাম, আপনাদের গামছা মার্কাকে আপনারা জয়ী করবেন।’