আপত্তিকর ভিডিও: উর্বশী বললেন নিজেই ভাইরাল করেছি

0

বিতর্ক পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে। সদ্যই সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মন্তব্য করে কটাক্ষের শিকার তিনি। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও নিয়ে বিতর্কে জড়ালেন তিনি। কারণ, ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা যায়।

বলা বাহুল্য, নেটিজেনরা সেই আপত্তিকর দৃশ্যের ভিডিওটি দেখে রীতিমতো উদ্বেগে পড়ে যায়। এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে চিন্তা করতে থাকেন তারা। এবার সেই ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা। কীভাবে সেই ভিডিও হল, কেন ছড়িয়ে পড়ল, সব জানিয়েছেন তিনি।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন আমাদের ছবি নিয়ে কোনো হাইপ নেই, আলোচনা নেই। এই ছবির জন্য তাদের জমি বিক্রি করতে হয়েছে। তারা এও বলেছিল, এই ছবি নিয়ে শোরগোল তৈরি করতে না পারলে তারা দেনার দায়ে রাস্তায় এসে দাঁড়াবে।’

উর্বশী বলেন, ‘তিনি এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন। এটা সিনেমার দৃশ্য এমনই ছিল, আমরা আলাদা কিছু শুট করিনি। এটা সিনেমার একটি দৃশ্যই ছিল, তাই তিনি বলেছিলেন যদি আমরা এটি আরও আগে মুক্তি দিতে পারি কিনা।’ 

উর্বশী জানান, প্রযোজকদের কথা ভেবে ছবির প্রচারের জন্য এমনটা করেন উর্বশী। ‘ঘুষপেটিয়া’ নামের এক ছবির অংশ ওই দৃশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here