ন্যায্য পারিশ্রমিক দাবিতে গত ২ মে থেকে পথে নেমে আন্দোলন করছিলেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকাররা। পরে তাদের সঙ্গে দেয় অভিনেতাদের ইউনিয়ন। গত ছয় দশকে হলিউডে এত বড় আন্দোলন হয়নি। ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল একাধিক বিগ বাজেট ছবির কাজ। এমনকি, পিছিয়ে দিতে হয়েছিল বেশ কিছু ছবির মুক্তির তারিখও। অবশেষে আশার আলো দেখছেন আন্দোলনকারী শিল্পীরা।
বৈঠক ও আলাপ-আলোচনার মাধ্যমে একটা চুক্তিতে পৌঁছেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেলেও ১৪৬ দিন পরে ধর্মঘট তুলতে নারাজ তারা। আগামী মঙ্গলবার ফের চুক্তির সমর্থনে ভোটাভুটির কর্মসূচি রয়েছে। তার পরেই ধর্মঘট তোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি একটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর জানান ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে- এই দাবিতে আন্দোলন শুরু করেন তারা। শুধু তাই নয়, ছবি বা সিরিজ অথবা যে কোনও সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসাবে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তারা।
মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘ডব্লিউজিএ’র প্রায় সাড়ে ১১ হাজার সদস্য। তাদের সঙ্গে যোগ দেন ‘স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লক্ষ ৬০ হাজার সদস্য।