জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বিএনপির এক দফা দাবি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নকেই বাধাগ্রস্থ করতে অহেতুক আন্দোলনের নামে জনগণকে বিভ্রান্ত করছে। আসলে জনগণ আর আন্দোলন চায় না। জনগণ চায় কাজ ও উন্নয়ন। সেই উন্নয়নেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা করে যাচ্ছেন। বিগত বিএনপি-জামাতের আমলে এই দিনাজপুরেই ২২ ঘণ্টা লোডশেডিং থাকতো। মানুষের নামাজ পড়তে কষ্ট হতো। কিন্তু এখন আর তা হয় না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দিনাজপুরে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। মানুষ এখন শান্তিতে আছে।’
বৃহস্পতিবার এলজিইডির বাস্তবায়নে ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পৌর শহরের কবিরাজ পাড়া মুরাদ সাহেবের বাড়ি হতে লিটন সাহেবের বাড়ি এবং ইকবাল সাহেবের বাড়ি হতে শাহজাহান সাহেবের বাড়ির রাস্তার আরসিসি পুনঃনির্মাণ কাজের উদ্বোধন, শহরের সুইহারী মোড় হতে বাস টার্মিনাল রাস্তা পুনঃনির্মাণ কাজ উদ্বোধন ও সুইহারী মোড় হতে গোলাপবাগ মোড় রাস্তা পুনঃ নির্মাণ নির্মাণ কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।