আন্দোলনের দামামা বেজে উঠায় সরকার বেকায়দায়: নিপুন রায় চৌধুরী

0

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরকারি বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরী নিউইয়র্ক স্টেট বিএনপি’র সভায় বলেন, আন্দোলনের দামামা বেজে উঠায় ক্ষমতাসীন সরকার আজ বেকায়দায় পড়েছে। দেশে, বিদেশে সরকার সকল সমর্থন হারিয়েছে। সরকার এখন আবোল তাবোল বকছে।

১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নিপুন রায় আরো বলেন, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা জনগণের এই দাবি আদায় করেই ছাড়ব।
অনুষ্ঠানে গেস্ট অব অনর হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ বলেন, ১০ দফা আদায়ের লক্ষ্যে আমরা যুক্তরাষ্ট্রে সরব রয়েছি। কেয়ার টেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থামবো না। 
নিউইয়র্ক স্টেট বিএনপি’র আহবায়ক মাওলানা ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুর রহমান সাইদের পরিচালনায় এ সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল, গণতন্ত্র পুনরুদ্ধার কমিটির সভাপতি জসিমউদ্দিন (ভিপি), স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, নাসিম আহমমেদ, বদরুল হক আযাদ, নীরা রাববানী, দেওয়ান কাউসার, মো আশরাফ হোসেন, মো আরিফুর রহমান, আনিসুর রহমান, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, স্টেট বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, লং আইল্যান্ড বিএনপির নেতা মিয়া আলম পাখী, মাহবুব সুমন, সাইফুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here