চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ই সরাসরি যুদ্ধে নিয়োজিত নারীদের সম্বোধন করেছেন।
পুতিন বলেছেন, তিনি রাশিয়ার সে সব নারীদের সম্মান জানাতে চান যারা ‘মাতৃভূমি রক্ষার মতো সর্বোচ্চ লক্ষ্য বেছে নিয়েছে।’