চলমান বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে যেমন প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করছেন তিনি, তেমনি মাঠে দারুণ নেতৃত্ব দিচ্ছেন। সবকিছু মিলিয়ে রোহিতের এমন পারফর্ম্যান্সের কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়দেরও বাধ্য করেছে তার প্রশংসা করতে।
সম্প্রতি রোহিতের প্রশংসা করেছে পাকিস্তানের সাবেক গতি তারকা ওয়াসিম আকরাম। চলমান বিশ্বকাপে প্রথম পর্বের ৯ ম্যাচে ব্যাট হাতে নেমে ৫০৩ রান করেছেন। তার রানের গড় এবং স্ট্রাইক রেট হলো যথাক্রমে—৫৫.৮৮ এবং ১২১.৪৯। তিনি এই টুর্নামেন্টে তিনটি অর্ধশতরান এবং একটি শতরানের ইনিংস খেলেছেন।