আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার নূর আলি জাদরান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
৩৫ বছর বয়সী এই ব্যাটার দেশটির প্রথম আনুষ্ঠানিক ওয়ানডে ম্যাচ থেকে খেলে আসছিলেন। আফগানিস্তানের হয়ে সবমিলিয়ে দুটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নূর আলি জাদরান।
সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯৩০ রান করেছেন এই আফগান ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ এবং টি-টোয়েন্টিতে তিনি ২৭.১৩ গড়ে ৫৯৭ রান করেছেন।