আন্তর্জাতিক অ্যামেচার গলফে প্রথম রাউন্ডে শীর্ষে বাংলাদেশ

0

‘ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এর মাঠের লড়াই শুরু হয়েছে। 

বুধবার ১০ দেশের অংশগ্রহণে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রথম দিনে (প্রথম রাউন্ড) এগিয়ে আছে বাংলাদেশ ‘বি’ দল (লিটন মন্ডল ও শফিকুল ইসলাম)। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া দল। 

আন্তর্জাতিক অ্যামেচার গলফে বাংলাদেশের তিনটি দল অংশ নিচ্ছে টিম-এ, টিম-বি ও টিম-সি। শীর্ষে থাকা বাংলাদেশ বি দল ‘১ আন্ডার পার’ খেলেছে। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানে ভারত। দলগত ইভেন্টে চতুর্থ স্থানে রয়েছে নেপাল দল। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ ‘এ’ ও ‘সি’ দল। 

এককে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার গলফার আরব ডি শাহ বলেন, ‘আমর শুরুটা ভালো হয়নি। ব্যাক-নাইনে সুবিধা করতে পারিনি। প্রথম তিন হোলে দুই বগি হয়েছে। এরপরও আমি আত্মবিশ্বাস হারাইনি। একটু পরেই বার্ডি করে আমি এগিয়ে যাই। কুর্মিটোলার মতো চ্যালেঞ্জিং গলফ কোর্সে সব মিলে প্রথম দিনে শীর্ষে থাকতে পেরে ভালোই লাগছে।’

যৌথভাবে শীর্ষে থাকা ভারতের গলফার শাত মিশ্র বলেন, ‘ব্যাক-নাইনে আমারও ভালো হয়নি। ভালো করা খুবই কঠিন। আমি লেবেল পার করি ব্যাক-নাইনে। তবে ফ্রন্ট-নাইনে দুইটা বার্ডি করি। দিনটি আমার জন্য খুবই ভালো ছিল। পাটিং ও সুইং ভালো হয়েছে।’

এককে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের গলফার লিটন মন্ডল বলেন, ‘প্রথম দিনে অনেকটা নার্ভাস ছিলাম। তাই নিজের সেরাটা দিতে পারিনি। আমরা অনেক দিন এমন বড় টুর্নামেন্টে খেলিনি। তবে আশা করছি, পরের রাউন্ডে আরও ভালো করতে পারবো।’

বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ রিপন বলেন, ‘দলগতভাবে আমরা এগিয়ে আছি। যদিও এককে আমার গলফার লিটন তৃতীয় স্থানে। তবে আমার বিশ্বাস শেষ পর্যন্ত বাংলাদেশই শিরোপা জিতবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here