নিউইয়র্কে প্রতি বছরের ন্যায় এবারও ২৫ ডিসেম্বর অপরাহ্নে উডসাইড-কুইন্সে অবস্থিত ‘ইউনাইটেড বেংগলী লুথারেন চার্চ অব আমেরিকা’য় বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চার্চের স্বনামধন্য পাদ্রী রেভারেন্ড জেমস রয় কমিউনিটির আন্তঃধর্মীয় ইমাম, পণ্ডিতসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানান।
নিউইয়র্কস্থ বাংলাদেশের কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা কন্যা মেহজাবিনসহ সম্মানীত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন।
দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত এ অনুষ্ঠানে স্ন্যাকস, লাঞ্চ ও ডিনার পরিবেশন করেন চার্চের স্বেচ্ছাসেবকগণ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। বড়দিনের একটি বড় ক্রিসমাস কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।