আনন্দের সংবাদ দিলেন জয়া

0

শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে আনন্দের সংবাদ দিলেন অভিনেত্রী জয়া আহসান। লিখলেন ‘চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও!’

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে ৩য় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে জয়া অভিনীত চলচ্চিত্র ‘নকশি কাঁথার জমিন’। তাই আনন্দ অনুভব করে জয়া লিখেছেন ‘১৪তম বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান কমপিটিশনে বিখ্যাত সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় ছিল “নকশি কাঁথার জমিন”।

‘নকশি কাঁথার জমিন’ ছবিটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘নকশি কাঁথার জমিন’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, সেঁওতি, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here