আনচেলোত্তির অধীনেই ‘হেক্সা’ দেখছেন রিভালদো

0

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে ইতালিয়ান কার্লো আনচেলোত্তিকে নিয়োগ দেওয়াকে ইতিবাচক দেখছেন সাবেক বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রিভালদো। দীর্ঘদিন ধরে দেশি কোচের পক্ষপাতি থাকলেও এবার ব্যতিক্রম চিন্তা করছেন তিনি। আনচেলোত্তির অভিজ্ঞতা ও সাফল্য দেখে রীতিমতো আশাবাদী তিনি, এই কোচের অধীনেই শেষ হতে পারে ব্রাজিলের ‘হেক্সা’ অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অপেক্ষা।

এক বিবৃতিতে রিভালদো বলেন, ‘ইউরোপ ও ব্রাজিলে খেলা ফুটবলারদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল তৈরি করতে পারবেন আনচেলোত্তি। সঠিক বিশ্লেষণ ও সময় পেলে, তার অধীনে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।’

২০০২ সালে ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল, সেই দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিভালদো। সেই অভিজ্ঞতা থেকে রিভালদো বলেন,’জাতীয় দলের দায়িত্বে আনচেলোত্তিকে আনায় অন্তত সেরাদের একজনকে বেছে নেওয়া হয়েছে। এসি মিলানে আমি তার অধীনে খেলেছি। তিনি যেখানে গেছেন, সেখানেই শিরোপা জিতেছেন।’

তবে রিভালদো আবারও মনে করিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপই এসেছে দেশি কোচদের হাত ধরে। কোনো বিদেশি কোচ কখনও বিশ্বকাপ জেতাতে পারেননি অন্য কোনো দলকেও, এমন বক্তব্য দিয়ে যেন নিজের পুরোনো অবস্থানের পেছনে যুক্তিও রাখলেন সাবেক এই তারকা।

তিনি বলেন, ‘যাই হোক না কেন, আমাদের সব বিশ্বকাপ এসেছে ব্রাজিলিয়ান কোচদের নেতৃত্বে। এটা একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here