আনকাট সেন্সর ছাড়পত্র পেল নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

0

চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে পরিচালক বন্ধন বিশ্বাস নির্মাণ করেছেন ‘ছায়াবৃক্ষ’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি দুইজন চা শ্রমিকের ভূমিকায় অভিনয় করেছেনচিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।  ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চিত্রায়ণ শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। ছবিটি এবার মুক্তির জন্য প্রস্তুত। 

বুধবার সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। শিডিউল পেলে চলতি মাসেই পূজা উপলক্ষে ছবিটি মুক্তি দিতে চান বন্ধন বিশ্বাস। তার ভাষ্য, ‘আমাদের সিনেমা মুক্তির জন্য সকল ধরণের প্রস্তুতি নেওয়া আছে। এখন কেবল শিডিউলের জন্য অপেক্ষা করছি। সেটা পেলেই পূজায় মুক্তি দিতে চাই সিনেমাটি।’

সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন,‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তা সক্ষম হবে বলে মনে করছি। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আশাকরি দর্শক ভিন্ন ধরনের একটি গল্প শিগগিরই দেখবেন বড় পর্দায়।

অভিনেতা নিরব জানালেন, ‘এটি অন্য রকম একটি গল্পের ছবি। কেমন সেই গল্প জানতে সিনেমা হলে দেখতে হবে। যে গল্পে প্রেম, সংগ্রাম ও চা শ্রমিকদের যাপিত জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটি সেন্সর পেয়েছে। আশা মুক্তি পেলে দর্শকরা সিনেমাটি হলে গিয়ে দেখবেন।’

অনুপম কথাচিত্র প্রযোজিত এই ছবিতে নিরব হোসেন ও অপু বিশ্বাস ছাড়া আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here