বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে মেকাট্রনিক্স এর সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অংশগ্রহণ করেন সপ্তম পর্বের শিক্ষার্থীরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকাট্রনিক্স এর সহযোগী অধ্যাপক রিজওয়ান-উস সালেহীন ও রুমানা তাসনিম। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মেকাট্রনিক্স এর প্রফেসর ও চিফ কোঅর্ডিনেটর ড. ইঞ্জিনিয়ার একেএম জয়নুল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. কাজী মোঃ শওকত-উল ইসলাম।
উল্লেখ্য, বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের জন্য এরূপ সেমিনার আয়োজন করে থাকে।