বরিশালের মুলাদী উপজেলার বাটামারা এলাকায় দুই বংশের সংঘর্ষে ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের গ্রেফতারে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামের হাজী ও আকন গ্রুপের মধ্যে জমি নিয়ে দির্ঘদিন ধরে বংশ পরস্পরায় বিরোধ চলে আসছে। সন্ধ্যার পর আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে রাত ৯টার পর লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে হেলাল ব্যাপারী এবং আলমগীর কবিরাজ নামে ২ জন নিহত হয়। এতে আরও কয়েকজন আহত হয়। এ ঘটনায় অভিযুক্ত হত্যাকারীদের বিচার দাবী করেন নিহতের স্বজনরা।
মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল জানান, দুপুরে বরিশাল মর্গে দুই জনের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।